নিম্নমানের ‘মিড ডে মিল’ খাদ্য সামগ্রী বণ্টনের অভিযোগ


মঙ্গলবার,২৯/১১/২০২২
1118

নিম্নমানের ‘মিড ডে মিল’ খাদ্য সামগ্রী বণ্টনের অভিযোগে গোয়ালপোখর-২ ব্লকের ওল্ড মির্জাদপুর শিশু শিক্ষা কেন্দ্রে গ্রামবাসীদের তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি ওল্ড মির্জাদপুর শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকাদের বিরুদ্ধে প্রতিনিয়ত অনিয়মিতভাবে স্কুলে আসার অভিযোগে অভিভাবক সহ গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে মিড ডে মিলের খাবারে সবজি সহ বিভিন্ন নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগ তুলে আসছিল গ্রামবাসীরা। এছাড়াও ওল্ড মির্জাদপুর শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকাদের বিরুদ্ধে সময় মতো স্কুলে না আসার অভিযোগ করে আসছিল শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের অভিভাবক সহ মির্জাদপুরবাসী। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না মেলায় এদিন ওল্ড মির্জাদপুর শিশু শিক্ষা কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট