পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজনৈতিক ভেদাভেদ দূরে সরিয়ে রাজ্যের স্বার্থেই শাসক ও বিরোধী দলকে একযোগে কাজ করার আবেদন জানিয়েছেন। বিধানসভায় গতকাল সংবিধান দিবস সংক্রান্ত এক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নাগরিক অধিকার সকলকে পালন করতে হবে। বাংলাই এক্ষেত্রে দেশকে পথ দেখাবে। সার সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে অভিযোগ করে মমতা বিধানসভার একটি সর্বদলীয় প্রতিনিধি দলকে দিল্লি পাঠানোর জন্য অধ্যক্ষের কাছে প্রস্তাব দেন।
রাজ্যের স্বার্থেই শাসক ও বিরোধী দলকে একযোগে কাজ করার আবেদন
রবিবার,২৭/১১/২০২২
1085