জলপাইগুড়িতে সদ্য চালু হওয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ছাত্র-ছাত্রী এবং ডাক্তার, নার্স আধিকারিকরা আজ ‘জাতীয় অঙ্গ দান দিবস’ পালন করলেন। সেই উপলক্ষে জেলায় সচেতনতা প্রচারের উদ্দেশ্যে একটি বর্ণাঢ্য র্যালি শহর পরিক্রমা করে। অঙ্গ দান করলে বহু অসুস্থ মানুষকে ফের সুস্থ করা যাবে। সেই বিষয়ে সচেতনতামূলক ফেস্টুন, প্ল্যাকার্ড সহ এই শোভাযাত্রা শহর পরিক্রমা করে। অ্যানাটমি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার আখতারুজ্জামান বলেন, কলেজের নবনির্মিত মেডিক্যাল কলেজে দেহ দানের উপযোগী ব্যবস্থার কাজ চলছে। শীঘ্রই এই মেডিক্যাল কলেজে দেহ, চোখ, কিডনি ইত্যাদি দান ও সংরক্ষণ করা যাবে। দেহ দান করলে সেটি ছাত্র-ছাত্রীদের শিক্ষার কাজেও ব্যবহৃত হবে।
জাতীয় “অঙ্গ দান দিবস’ পালন
রবিবার,২৭/১১/২০২২
1219