Ransomware এর আক্রমণে দিল্লির এইমস এর সার্ভার বিকল


বৃহস্পতিবার,২৪/১১/২০২২
1467

Ransomware এর আক্রমণে দিল্লির এইমস এর সার্ভার বসে গেছে বলে খবর। বিল ও রিপোর্ট তৈরি, স্মার্টল্যাব, অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা সহ হাসপাতালে ডিজিটাল পরিষেবা এস সাইবার হানায় ব্যাহত। সমস্ত কাজই হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে। এইমসের বিবৃতিতে জানানো হয়েছে, Ransomware এর আক্রমণ এই বিপত্তির কারণ হতে পারে বলে তাদের জানিয়েছে, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার – NIC এর দল। ভবিষ্যতে এই ধরনের বিপদ রুখতে এইমস এবং NIC যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা নেবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট