মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিস ও এসটিএফ শিবপুর টোলপ্লাজা সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে যৌথ অভিযান চালিয়ে ১৬৫ কেজি গাঁজা সহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে। ধৃত দীপঙ্কর সরকার ও রবি দাস দুইজনেই কোচবিহারের অশোকনগরের বাসিন্দা।ধৃতদের এদিন বহরমপুরে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। ধৃতরা লরিতে ৬টি বস্তায় বিপুল পরিমাণ গাঁজা দক্ষিণবঙ্গে হাত বদলের জন্য নিয়ে যাচ্ছিল।
১৬৫ কেজি গাঁজা সহ দুই কারবারিকে গ্রেপ্তার
বৃহস্পতিবার,২৪/১১/২০২২
881