টেট পাশ চাকরি প্রার্থীদের অবস্থানের আজ ৬১৬ দিন। সিপিআই কলকাতা জেলার পক্ষে এক প্রতিনিধি দল টেট অবস্থানকারীদের সাথে ধর্মতলায় গান্ধী মূর্তির সামনে তাঁদের দাবির সমর্থনে অবস্থান করেন। এবং অন্যান্য বারের মত এ দিনেও অবস্থানকারীদের মেডিকেল চেকআপ করা হয়। মেডিক্যাল চেকআপ করেন ডাক্তার সলিল চৌধুরী ও ডাক্তার তমোনাশ ভট্টাচার্য।
টেট পাশ চাকরি প্রার্থীদের অবস্থানের আজ ৬১৬ দিন
সোমবার,২১/১১/২০২২
852