আজ সকালে মালগাড়ি লাইনচ্যুত


সোমবার,২১/১১/২০২২
322

ওড়িশার খুরদা রোড ডিভিশনের কোড়াই স্টেশনে, আজ সকালে মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ওই ডিভিশনে ইস্ট কোস্ট রেলের ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। এর জেরে আজ শালিমার-পুরী ধৌলি, শালিমার-হায়দ্রাবাদ ইস্ট কোস্ট, হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী, হাওড়া-পুরী শতাব্দী, পুরী–শালিমার এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে কিছু ট্রেনের যাত্রাপথ’ও।এই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট