সরকার ইস্পাতের ওপর থেকে রপ্তানি শুল্ক তুলে নিয়েছে। গত ২২শে মে এই শুল্ক আরোপ করা হয়েছিল। অর্থমন্ত্রক সূত্রে গতকাল এই খবর জানানো হয়। পাশাপাশি কয়লার ওপর আমদানি শুল্ক ছাড়ও তুলে নেওয়া হয়েছে।
সরকার ইস্পাতের ওপর থেকে রপ্তানি শুল্ক তুলে নিয়েছে
রবিবার,২০/১১/২০২২
628