ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের প্রথম T-20 ম্যাচটি আজ বৃষ্টির কারণে বাতিল হয়ে গেছে। ওয়েলিংটনে প্রবল বৃষ্টির কারণে, এই ম্যাচে একটি বল’ও খেলা হয়নি।
নিউজিল্যান্ডে এই সিরিজের দ্বিতীয় ম্যাচ, বে-ওভাল-মাউন্ট মনগানুইতে খেলা হবে। অন্যদিকে, তৃতীয় ম্যাচটি খেলা হবে, নেপিয়ার-এ।
নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচ বে-ওভাল-মাউন্ট মনগানুইতে
শনিবার,১৯/১১/২০২২
431