বাড়িতে ব্যবহারযোগ্য রান্নার গ্যাসের সিলিন্ডারে খুব শীঘ্রই যুক্ত হতে চলেছে QR কোড সুবিধা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, বর্তমানে যেসব সিলিন্ডার রয়েছে, সেগুলির গায়ে QR কোড লাগিয়ে দেওয়া হবে। নতুন সিলিন্ডারে ওয়েলডিং করে তা লাগানো হবে। QR কোড কার্যকর হলে সিলিন্ডার নিয়ে নানা রকম অনিয়ম বন্ধ হবে। আগামী ৬ মাসের মধ্যে বাড়িতে ব্যবহারের সমস্ত এল পি জি সিলিন্ডারই QR কোড যুক্ত হবে বলে আশা করা যায়।
সিলিন্ডার নিয়ে নানা রকম অনিয়ম বন্ধ ?
শুক্রবার,১৮/১১/২০২২
371