রাশিয়া এবং ইউক্রেন আরো একশো কুড়ি দিনের জন্য শস্য চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে । রাষ্ট্রসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় সম্পন্ন এই চুক্তির মেয়াদ ছিল আগামী শনিবার পর্যন্ত । এই চুক্তির ফলে ইউক্রেনের বন্দরগুলি থেকে নিরাপদে ব্ল্যক সির মধ্য দিয়ে শস্য রপ্তানি করা যাবে। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। এই চুক্তির মাধ্যমে এপর্যন্ত এক কোটি ১০ লক্ষ টন শস্য রপ্তানি করা হয়েছে।
120 দিনের জন্য শস্য চুক্তির মেয়াদ বৃদ্ধি
শুক্রবার,১৮/১১/২০২২
1754