নিশিথ প্রামানিকের পর এবার আর এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। ২০১৯-এর নির্বাচনী প্রচারে অনুমতি না নিয়ে বাইক রালি কার জন্য তাঁর বিরুদ্ধে বক্সিরহাট থানায় অভিযোগে দায়ের হয়। এই মামলায় ১৫ তারিখ আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হলেও তিনি আসেননি। এরপরই জন বার্লারের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তুফানগঞ্জ আদালত বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট।
জন বার্লারের নামে গ্রেফতারি পরোয়ানা জারি
শুক্রবার,১৮/১১/২০২২
454