বর্ধমান পুরসভার উদ্যোগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চালু হল ‘মা ক্যান্টিন’। পাঁচ টাকায় ভাত, ডাল, তরকারি এবং ডিমের ঝোল পাওয়া যাবে এই ক্যান্টিন থেকে।
এজন্য সকাল দশটায় কুপন দেওয়া হবে। এখন দুশো ২০জন খাবার পাবেন। পরবর্তী কালে পরিকাঠামো উন্নয়ন করে আরো বেশি সংখ্যক মানুষকে এখান থেকে পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার। প্রতিদিন হাসপাতালে যে হাজার হাজার মানুষ আসেন তাঁদের সুবিধা ও সাশ্রয় হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, হাসপাতালের সুপার তাপস ঘোষ সহ অন্যান্যরা।
পাঁচ টাকায় খাবার পেয়ে খুশি রোগীর পরিজনেরা।
পাঁচ টাকায় ভাত, ডাল, তরকারি এবং ডিমের ঝোল !
বৃহস্পতিবার,১৭/১১/২০২২
478