রাজ্যের মধ্যে চলাচলকারী সব ধরনের যাত্রীবাহী গাড়িতে মহিলাদের সুরক্ষা আরও জোরদার করে তুলতে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই প্যানিক বটন লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে। যে সব যাত্রীবাহী গাড়ি এই পদ্ধতি চালু করবে না সেগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে পরিবহন দফতর সূত্রে জানা গেছে। সরকারি ও বেসরকারি বাস, অ্যাপ ক্যাব, ট্যাক্সি ও অটোর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। একই সঙ্গে ওই সব যানে লোকেশন ট্র্যাকিং ডিভাইস লাগানো এবং তা সচল রাখাও বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ৩১ ডিসেম্বরের মধ্যে এই নতুন নির্দেশিকা কার্যকর করতে বলা হয়েছে।
সব ধরনের যাত্রীবাহী গাড়িতে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই প্যানিক বটন লাগানো বাধ্যতামূলক
বৃহস্পতিবার,১৭/১১/২০২২
371