পেট্রোল পাম্প থেকে পেট্রোলের পরিমাপ পর্যবেক্ষণ


বৃহস্পতিবার,১৭/১১/২০২২
475

ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে মেদিনীপুরের একটি পেট্রোল পাম্পে উপস্থিত হয়ে, নিজেই পেট্রোলের পরিমাপ পরীক্ষা করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। গতসন্ধ্যায় মেদিনীপুরের বটতলাচকে একটি পেট্রোল পাম্পে দপ্তরের আধিকারিকদের নিয়ে উপস্থিত হন এবং সেখানে পেট্রোল পাম্প থেকে পেট্রোলের পরিমাপ পর্যবেক্ষণ করার কাজ শুরু করেন। পরে তাঁরা লক্ষ্য করেন ওই পেট্রোল পাম্প থেকে পরিমাপে কম পেট্রোল দেওয়া হচ্ছিল। পরে তাঁরা আইন অনুযায়ী ব্যবস্থা নেবার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, আজ সারা দিনে মন্ত্রী এবং এই দপ্তরের আধিকারিকরা ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের সদরের বেশ কয়েকটি পেট্রোল পাম্পে হানা দেন এবং সেগুলিতে পেট্রোল কম দেওয়ার অভিযোগে পদক্ষেপ নিয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট