গত আট বছরে ইস্পাত ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য উন্নতি করেছে বলে, কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন। ভারত আগে ইস্পাত আমদানির উপর নির্ভরশীল ছিল, কিন্তু বর্তমানে তা বিশ্বের অন্যতম ইস্পাতের রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে বলে, তিনি উল্লেখ করেছেন। নতুন দিল্লীতে রাজ্য সরকারগুলির ইস্পাত সম্মেলনে শ্রী সিন্ধিয়া গতকাল ভাষণ দিচ্ছিলেন।
গত আট বছরে ইস্পাত ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য উন্নতি
বুধবার,১৬/১১/২০২২
565