প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সপ্তদশ জি-টোয়েন্টি শিখর সম্মেলনের ফাঁকে ইন্দোনেশিয়ার বালিতে, মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন। ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্ব ও QUAD এবং I-2U-2 সংক্রান্ত সহযোগিতার বন্ধনমজবুত করার বিষয়ে দুই রাষ্ট্রনেতা সন্তোষ প্রকাশ করেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিকউন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়েও তাঁরা আলাপ আলোচনা করেন। ভারত-মার্কিন অংশীদারিত্বের সম্পর্ককে আরো শক্তিশালী করতে সবসময় সমর্থন যুগিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রপতি বাইডেনকে, প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান।
সপ্তদশ জি-টোয়েন্টি শিখর সম্মেলনে মোদি ও বাইডেন
বুধবার,১৬/১১/২০২২
682