শুক্রবার থেকে 27 নভেম্বর রবিবার পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক


বুধবার,১৬/১১/২০২২
484

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বারুইপাড়া এবং চন্দনপুর সেকশনের মধ্যে চতুর্থ লাইন চালুর উদ্দেশে প্রাক-নন ইন্টারলকিং কাজের কারণে, আগামী 18 নভেম্বর, শুক্রবার থেকে 27 নভেম্বর রবিবার পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এর ফলে ওই সেকশনে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে পূর্ব রেল সূত্রের খবর। যে সব EMU লোকাল বাতিল করা হচ্ছে সেগুলি হলো :
হাওড়া থেকে 36811, 36825, 36827 36829, 36849 36851, 36855, 36031 36033, 36035, 36037 36081, 36083, 36085 36087, 36011, 36071।
শিয়ালদহ থেকে 32411, 32413।
বর্ধমান থেকে 36812 36838, 36840, 36842 36848, 36854, 36858
চন্দনপুর থেকে 36032 36034, 36036, 36038
মশাগ্রাম থেকে 36082 36084, 36086, 36088
বারুইপাড়া থেকে 36012 32412, 32414
গুরাপ থেকে 36072
এছাড়া বেশ কিছু মেল/এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ ব্যান্ডেল হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সেগুলি হলো আগামী 19,22,23,24, 26 ও 27 নভেম্বর 12370 Dehradun – হাওড়া কুম্ভ এক্সপ্রেস,আগামী 21 ও 25 নভেম্বর
12328 Dehradun – হাওড়া উপাসনা এক্সপ্রেস, আগামী 19 ও 26 নভেম্বর 15236 দারভাঙ্গা – হাওড়া এক্সপ্রেস, আগামী 22 নভেম্বর 13148 উত্তরবঙ্গ এক্সপ্রেস, আগামী 24 নভেম্বর 15234 দারভাঙ্গা – কলকাতা এক্সপ্রেস বলে পূর্ব রেল সূত্রের খবর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট