২০২৩-এর IPL-এ খেলোয়াড়দের কারা দলে থাকছেন এবং কাদের রাখা হচ্ছেনা, ফ্র্যাঞ্চাইজিগুলির তা জানিয়ে দেবার সময়সীমা গতকাল শেষ হবার পর ক্রিকেটারদের পুরো তালিকা প্রকাশ করা হয়েছে। সবচেয়ে বড় খবর হ’লো, কিরণ পোলার্ড-এর অবসর। ‘চেন্নাইসুপার কিংস’,ডোয়েন ব্রাভোকে ছেড়ে দিয়েছে। ‘পাঞ্জাব কিংস’ ছেড়ে দিয়েছে, মায়াঙ্ক আগরওয়ালকে।‘সানরাইজার্স হায়দ্রাবাদ’ দলে এবার থাকছেন না, উইলিয়ামসন ও পূরণ ।
কোচিতে, আগামী ২৩শে ডিসেম্বর IPL-২০২৩-এর ‘মিনি অকশান’ হবার কথা।
আগামী ২৩শে ডিসেম্বর IPL-২০২৩-এর ‘মিনি অকশান’
বুধবার,১৬/১১/২০২২
2268