নাতাশা পির্ক মুশার, স্লোভেনিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তিনি তাঁর রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী আঞ্জে লোগার-কে দ্বিতীয় রাউন্ডের ভোটে হারিয়ে দেন। স্লোভেনিয়ার নির্বাচন কমিশন সূত্রে খবর, মুশার পেয়েছেন প্রায় ৫৪% ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী, লোগার পান ৪৬% ভোট। পেশায় মুশার একজন সাংবাদিক এবং আইনজীবী।
স্লোভেনিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত
সোমবার,১৪/১১/২০২২
445