রায়গঞ্জে এসে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়


মঙ্গলবার,১৬/০৬/২০১৫
646

 বিকাশ সাহাঃ   সোমবার মালদায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করার পর রাতেই রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সার্কিট হাউসে চলে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়। এদিন মঙ্গলবার দুপুরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা শাসকের অফিস চত্বরে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় বলেন, রাজ্যের তিনটি জেলায় বিদ্যুতায়নের কাজ সম্পূর্ণ হয়েছে। এই জেলা গুলি হল পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা। এই প্রকল্পের কাজ কিছুটা অসমাপ্ত হয়ে রয়েছে উত্তর দিনাজপুর জেলায়। উত্তর দিনাজপুর জেলায় বিদ্যুতায়নের কাজ দ্রুত সম্পূর্ণ করতে প্রশাসনিক আধিকারিকে নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর জেলায় দুটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের কাজ দ্রুত গতিতে চলছে। খুব তারাতারি তার কাজ শেষ হবে। কাজের অগ্রগতির দিক দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার থেকে উত্তর দিনাজপুর জেলা একটু পিছিয়ে রয়েছে। উত্তর দিনাজপুর জেলায় কাজের অগ্রগতি বাড়াতে প্রাশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর জেলার ডালখোলা বাইপাস রাস্তার কাজের জটিলতা কাটিয়ে সেই কাজও জাতীয় সড়ক কর্তীপক্ষ খুব শীঘ্রয় শুরু করবে। আমরা চাই এই জেলায় কটেজ ইন্ডাস্ট্রি  ও স্মলস্কেল ইন্ডাস্ট্রি গড়ে উঠুক। আমি দক্ষিণ দিনাজপুর জেলাতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ করতে চাই। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় কোনও অডিটোরিয়াম নেই। সেই কারণে এই দুই জেলায় দুটো অডিটোরিয়াম করবো।  আমরা চাই জেলা গুলো খুব ভাল কাজ করুক। কারণ জেলা ভাল থাকলে তবেই রাজ্য ভাল থাকবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট