যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে শিলচর – কলকাতা – শিলচর ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনের যাত্রার সময় ও স্টপেজ অপরিবর্তিত রেখে আগামী ১৩ই জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আপ শিলচর – কলকাতা ফেস্টিভ্যাল স্পেশাল আজ থেকে আগামী ১২ই জানুয়ারি পর্যন্ত প্রতি বৃহস্পতিবার শিলচর থেকে এবং ০৫৬৪০ কলকাতা – শিলচর ফেস্টিভ্যাল স্পেশাল আগামী ১১ই নভেম্বর থেকে ১৩ই জানুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার কলকাতা স্টেশন থেকে ছাড়বে। তবে বুকিং এ ছাড় এবং ততকাল কোটা থাকবে না বলে রেল সূত্রের খবর।
শিলচর – কলকাতা – শিলচর ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন
বৃহস্পতিবার,১০/১১/২০২২
246