লন্ডন হাইকোর্ট পলাতক হীরা ব্যবসায়ী নীরব মোদিকে ভারতে পাঠানোর পক্ষে রায় দিয়েছে। Punjab National Bank থেকে ১১ হাজার কোটি টাকা আর্থিক কেলেঙ্কারি করে নীরব মোদী দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর চলতি বছরের শুরুতে লন্ডনের এক আদালত নীরব মোদিকে দেশে পাঠানোর রায় দিলেও পলাতক এই হীরে ব্যবসায়ী তার বিরুদ্ধে লন্ডন হাইকোর্টে আবেদন জানান। তার প্রেক্ষিতে আজ এই রায়দান।
Punjab National Bank থেকে ১১ হাজার কোটি টাকা কেলেঙ্কারি
বুধবার,০৯/১১/২০২২
531