বিদেশ প্রতিমন্ত্রী ভি. মুরলীধরন ব্রাজিলের ব্রাসিলিয়ার সিটি পার্কে আজ মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এক ট্যুইট বার্তায় তিনি বলেন, ব্রাজিলের জনগণের মধ্যে গান্ধীজীর নীতি ও মতাদর্শ যে প্রভাব ফেলেছে, তা জেনে তিনি আনন্দিত।
দুদিনের সফরে শ্রী মুরলীধরন গতকাল ব্রাজিল পৌঁছন। গত সপ্তাহে সেদেশের রাষ্ট্রপতি নির্বাচনের পর এই প্রথম ভারতের কোনো উচ্চ পদাধিকারী ব্রাজিল সফর করছেন। সফরকালে তিনি ব্রাজিলের সংসদে ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। এর পাশাপাশি তিনি সংসেদর উচ্চ ও নিম্ন কক্ষের সদস্য, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা সমূহের সদস্য মন্ডলীদের উপস্থিতিতে ভাষণ দেবেন।
বিদেশ প্রতিমন্ত্রী ভি. মুরলীধরন ব্রাজিলে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন
মঙ্গলবার,০৮/১১/২০২২
488