বিলম্ব হলেও রাজ্যের মতুয়ারা নাগরিকত্ব পাবেন: অর্জুন রাম মেঘাওয়াল


মঙ্গলবার,০৮/১১/২০২২
654

কিছুটা বিলম্ব হলেও রাজ্যের মতুয়ারা নাগরিকত্ব পাবেন বলে কেন্দ্রীয় সংসদীয় ও সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল দাবি করেছেন। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে আজ রাসপূর্ণিমা উপলক্ষে মতুয়াদের এক অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, সংসদে পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনের বিধি তৈরির ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে, সংসদের স্ট্যান্ডিং কমিটি এই বিষয়টি দেখছে, খানিক বিলম্ব হলেও, এই আইন বলবৎ হবেই। এই আইন কোন রাজ্যে কিভাবে বলবৎ হবে তা কেন্দ্রীয় সরকারই স্থির করবে। আইন বলবৎ করার প্রক্রিয়া নিয়ে কোনো বক্তব্য মতুয়াদের থাকলে বা এই সংক্রান্ত তাঁদের কোনো সমস্যা থাকলে তিনি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হতেও প্রস্তুত বলে অর্জুন রাম মেঘাওয়াল জানান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট