রাজ্য সরকার শ্রমদপ্তরের অধীন ESI চিকিৎসকদের অবসরের বয়স বাড়ানো হয়েছে। এতদিন তাঁদের অবসরের বয়স ছিল ৬২ বছর, তা বেড়ে হল ৬৫। রাজ্যের শ্রমসচিব বরুণ রায় এক নির্দেশনামায় এই খবর জানিয়েছেন। দপ্তর সূত্রে খবর, রাজ্যের ১৩টি ESI হাসপাতালে ২৮০ জন চিকিৎসক আছেন। অনুমোদিত পদের সংখ্যা ৫৯০। নতুন নিয়ম তাঁদের ক্ষেত্রে কার্যকর হবে। অক্টোবরের শেষার্ধে জারি করা এই নির্দেশনামায় বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স মেডিক্যাল সার্ভিস রুলস, ১৯৭৮-এ সংশোধনী এনে এই পরিবর্তন করা হয়েছে।
ESI চিকিৎসকদের অবসরের বয়স বাড়ানো হয়েছে
মঙ্গলবার,০৮/১১/২০২২
589