মমতা ছিল , মমতা আছে , মমতা থাকবে : ফিরহাদ


রবিবার,০৬/১১/২০২২
460

আজ নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের বিশাল জনসভা আয়োজন করা হয়েছে বীরভূম এর রামপুরহাট 2 নম্বর ব্লক এর অন্তর্গত বিষ্ণুপুর কমলদীঘির মাঠে।। দলীয় বৈঠকে অংশগ্রহণ করার আগে তিনি জানান” বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল একটি কেস এ জেলে রয়েছে আমাদের জেলার নেতৃত্ব খুবই সফল তারা জেলা চালাচ্ছেন আমরা রাজ্য থেকে আসছি জেলার সাথে কিছু কথা বলার জন্য””এরপরে তিনি জনসভা থেকে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেন একটা পল্টিবাজ আছে আমাদের সাথে ছিল শুভেন্দু অধিকারী, আমি ফিরাদ হাকিম ৩০-৩৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বড় করেছে আমি মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে কাউন্সিলর হয়েছি তারপরে পৌর চেয়ারম্যান হয়েছি, মন্ত্রী হয়েছি তিনবার,, হঠাৎ আমার মনে হলো নিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তৃণমূলের পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে এদের সব গায়ের গন্ধে নিশ্বাস নেওয়া যাচ্ছে না আসলে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না না ওখান থেকে সিবিআই ডাকবে ইডি ডাকবে পেছনে আমার নোংরা আছে আর তাই সেই নোংরা টাকে ঢাকার জন্য হঠাৎ করে পালটি হয়ে যাব আর তারপরে নিজের নোংরা যেই ঢেকে দিল সিবিআই ইডির সামনে অন্যের পেছনে নোংরার গন্ধ শুকবো

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট