মেদিনীপুর শহর সংলগ্ন DAV ঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছট পুজোর মঞ্চ, মঞ্চ ভেঙে পড়ার সময় মঞ্চে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া জেলাশাসক আয়েশা রানী জেলা পুলিশ সুপার দীনেশ কুমার খড়গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। মূল মঞ্চ ভেঙে পড়ায় অতিথিরা আহত না হলেও মঞ্চের আশেপাশে থাকা ২-৩ জন অল্পবিস্তর আহত হন। উপস্থিত পুলিশ কর্তা ও স্থানীয়দের তৎপরতায় আহতদের নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছট পুজোর মঞ্চ
রবিবার,৩০/১০/২০২২
852