রাজ্যে এবার থেকে অনলাইনে ডিজিটাল জাতিগত শংসাপত্র মিলবে। আগামী পয়লা নভেম্বর থেকেই এই নতুন ব্যবস্থা চালু হবে বলে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর সূত্রে জানা গেছে। এতদিন জাতিগত শংসাপত্রের জন্য অনলাইনে আবেদন জানানো গেলেও শংসাপত্র সংশ্লিষ্ট আবেদনকারীর হাতে দেওয়া হতো। নতুন পদ্ধতিতে তা অনলাইনেই ডাউনলোড করে নেওয়া যাবে। নিয়ম অনুযায়ী, আবেদন করার ২১ দিনের মধ্যে একজনকে সেই সার্টিফিকেট দেওয়ার কথা। ডিজিটাল মাধ্যমে আরও কম সময়ে সেই শংসাপত্র পাওয়া যাবে।
রাজ্যে এবার থেকে ডিজিটাল জাতিগত শংসাপত্র মিলবে অনলাইনে
শুক্রবার,২৮/১০/২০২২
684