পঞ্চায়েতের কাজে স্বচ্ছতা আনতে এবং সাধারণ মানুষের অংশ গ্রহণ বাড়াতে রাজ্য সরকার নিয়মিত গ্রাম সভার বৈঠক করার জন্য জেলাগুলিকে নির্দেশ দিয়েছে। পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্তরে প্রতি ১৫ দিন অন্তর এধরণের বৈঠকের আয়োজন করতে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর সাধারণ গ্রামবাসী, পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি এবং সরকারি আধিকারিকদের নিয়ে নিয়মিত গ্রাম সভার বৈঠক হওয়ার কথা। কিন্তু ২০১০ সালের পর থেকে এরাজ্যে এধরণের কোনও বৈঠক আয়োজন করা হয়নি।
পঞ্চায়েতের কাজে স্বচ্ছতা আনতে জেলাগুলিকে নির্দেশ
সোমবার,১৭/১০/২০২২
577