চীনে নতুন করে কোভিড সংক্রমণ বাড়তে থাকায় আবার লকডাউন এবং যাতায়াতে নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। ওমিক্রণের নতুন সাব ভ্যারিয়ান্ট BF.7 ও BA.5.1.7 চিহ্নিত হয়েছে। যার সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। গত চৌঠা অক্টোবর ইয়ানতাই এবং শাওগুয়ান শহরে BF.7 চিহ্নিত হয়। চীনের মূল ভূ-খন্ডে এই প্রথম BA.5.1.7 সাব ভ্যারিয়ান্ট পাওয়া গেল। বিশ্ব স্বাস্হ্য সংস্হা হু অতি সংক্রামক BF.7 সাব ভ্যারিয়ান্ট সম্পর্কে সতর্ক করে দিয়েছে। নতুন করে আক্রান্তের সংখ্যা ঊর্দ্ধমুখী হওয়ায় চীনের বিভিন্ন শহরের কর্তৃপক্ষ যাতায়াতের ওপর কড়া নিষেধ বিধি জারি করেছে।
আবারও কোভিড সংক্রমণ বাড়তে থাকায় লকডাউন
বুধবার,১২/১০/২০২২
1347