প্লাস্টিক মুক্ত ভারতের স্বপ্ন দেখেন গুজরাটের অনিল চৌহান। নিজের বাসভবন থেকে গত ১লা জানুয়ারি ৪ বছর ও ৭ বছরের দুই শিশু কন্যাকে নিয়ে সাইকেলে চেপে ভারত ভ্রমণে বেরিয়েছেন। সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন সমগ্র ভারতবর্ষ জুড়ে।শিলিগুড়ি হয়ে তিনি আলিপুরদুয়ারে পৌঁছেছেন।প্লাস্টিক ব্যবহার কতটা ক্ষতিকর সেই বার্তাই দিচ্ছেন তিনি।এর আগেও একবার তিনি একা বেরিয়েছিলেন। কিন্তু এবারে তার সঙ্গী তার দুই শিশু কন্যা। তিনি আশাবাদী তাঁর শিশু কন্যাদের দেখে, সমবয়সী বাচ্চারাও সচেতন হবেন ।
প্লাস্টিক মুক্ত ভারতের স্বপ্ন দেখেন গুজরাটের অনিল চৌহান
বুধবার,২৮/০৯/২০২২
311