আসন্ন উৎসব মরশুমে যাত্রীদের সুবিধার্থে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে যোগবাণী- আনন্দ বিহার টার্মিনাল-যোগবাণীর মধ্যে একটি উৎসব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উৎসব স্পেশাল ট্রেনটি উভয় দিক থেকে চারটি করে ট্রিপের জন্য চলাচল করবে।০৪০১০ আনন্দ বিহার টার্মিনাল-যোগবাণী স্পেশাল আগামী ১৮ অক্টোবর থেকে ০৮ নভেম্বর পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার রাত ১১ টা ৪৫ মিনিটে আনন্দ বিহার টার্মিনাল থেকে রওনা দিয়ে বৃহস্পতিবার সকাল ৫ টা২০ মিনিটে যোগবাণী পৌঁছবে। ০৪০০৯ যোগবাণী-আনন্দ বিহার টার্মিনাল আগামী ২০ অক্টোবর থেকে ১০ নভেম্বর, পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার সকাল ০৯টায় যোগবাণী থেকে রওনা দিয়ে পরের দিন বিকেল ৪টে ৫ মিনিটে আনন্দ বিহার টার্মিনাল পৌঁছবে।
যোগবাণী- আনন্দ বিহার টার্মিনাল-যোগবাণীর মধ্যে একটি উৎসব স্পেশাল ট্রেন
বুধবার,২৮/০৯/২০২২
14424