দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর লেবুতলা সর্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করলেন প্রাক্তন ক্রিকেটার তথা BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। প্রদীপ প্রজ্জ্বলন করেন, দেবীর পায়ে ফুল দেন ও আরতিও করতে দেখা যায় তাঁকে। এদিন সংবাদমাধ্যমকে সৌরভ জানান, পুজোর সময় দু-তিনটি পুজো দেখতে বিভিন্ন জায়গায় যাবেন। বিরাট কোহলির রানে ফেরা ও ভারতের জয় স্বস্তির বলে জানান তিনি। বিশ্বকাপে ভারত কি করে সেটাই এখন দেখার বলে জানান তিনি। লেবুতলা সর্বজনীন দুর্গোৎসব এবার ২১তম বর্ষের।
এই সর্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করলেন সৌরভ গাঙ্গুলি
মঙ্গলবার,২৭/০৯/২০২২
519