পুকুরে পড়ে গেল যাত্রীবোঝাই বাস


মঙ্গলবার,২৭/০৯/২০২২
1136

হলদিয়ার ভবানীপুর থানা এলাকায় চকদ্বীপা হাইস্কুলের কাছে পুকুরে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। বাসটি হলদিয়া টাউনশিপ থেকে বালুঘাটা হয়ে ব্রজলালচক মোড়ের দিকে যাচ্ছিল। বাসটি আজ সকালে যাত্রী নিয়ে পুকুরে পড়ে যায়। সকলেই কমবেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪জন শিশু ও ৫জন মহিলা রয়েছেন। বাসযাত্রীরা জানান, দ্রুতগতিতে থাকায় স্কুলের কাছে একটি বাম্পারে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। তবে মৃত্যুর কোনও খবর নেই। স্থানীরাই যাত্রীদের উদ্ধার করে বিসিরায় হাসপাতালে পাঠায়। গাড়ির সামনের কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিস এসে বাসটি তোলার ব্যবস্থা করে। তিনটি ক্রেন এনে বাসটি উপরে তোলা হয় ঘণ্টাখানেক পর। বাসের মধ্যে কোনও যাত্রী রয়েছে কি না পুলিস খতিয়ে দেখছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট