ইকোপার্ক থানার অন্তর্গত এক ঝা চকচকে অফিস বিল্ডিং। সেই অফিসে একটা কল সেন্টার খুলে সেখান থেকে VOIP( Voice Over Internet Protocol)-এর মাধ্যমে দেশে বিদেশে বিভিন্ন লোককে ফোন করে অনলাইনে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নামে প্রতারণা করে মোটা টাকা হাতিয়ে নেওয়ার কাজ করছিল কয়েকজন। বলাই বাহুল্য, অফিসে বৈধ কাগজপত্রের কোনও বালাই নেই। অভিযানে গ্রেপ্তার অফিসের মূল ৩ পাণ্ডা সহ সব মিলিয়ে মোট 9 জন। উদ্ধার হয়েছে প্রায় ১৫টি কম্পিউটার, একাধিক মোবাইল ফোন, IP রিসিভার, হার্ড ডিস্ক এবং আরও আনুষঙ্গিক যন্ত্রপাতি।এই অভিযানে বিশেষ ভূমিকা পালন করেছেন ইকোপার্ক থানার দুই অবর পরিদর্শক সুদীপ্ত নস্কর এবং তারকনাথ রায়। অভিনন্দন ওঁদের। সিল করে দেওয়া হয়েছে ভুয়ো কল সেন্টারটি। দ্রুত তদন্ত, চার্জশিট, এবং দোষীদের শাস্তি সুনিশ্চিত করা, এই আমাদের লক্ষ্য আপাতত।
ফের গোপন সূত্রে খবর, অতর্কিতে অভিযান, এবং ফের ভুয়ো কল সেন্টারের হদিশ
সোমবার,২৬/০৯/২০২২
519