কিংবদন্তী খেলোয়াড় রজার ফেডেরার টেনিস থেকে বিদায়


রবিবার,২৫/০৯/২০২২
473

লেভারকাপে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের সঙ্গে জুটি বেধে খেলার মধ্য দিয়ে কিংবদন্তী খেলোয়াড় রজার ফেডেরার টেনিস থেকে বিদায় নিলো। আজ খেলা শেষে ৪১ বছর বয়সী ফেডেরারকে দর্শকরা উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান। ২০ টি গ্র্যান্ডস্লাম সিঙ্গেলস খেতাব জয়ী ফেডেরার টেনিস ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড়। লন্ডনের ওটু এরিনায় খেলা শেষে সজল চোখে ফেডারার নাদালকে আলিঙ্গন করেন। সেসময় হাজার হাজার দর্শক তাঁর নামে জয়ধ্বনি দিচ্ছিলেন। নাদালও চোখের জল ধরে রাখতে পারেননি। শেষ ম্যাচে ফেডেরার নাদাল জুটি মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যাকসক ও ফ্রান্সের টায়াফো জুটির কাছে ৪-৬, ৭-৬, ৭-২, ১১-৯–এ পরাজিত হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট