ভারত, ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের সিরিজ 3-0-য় জিতে নিয়ে ঝুলন গোস্বামীর বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে রাখলো। লর্ডসে আজ তৃতীয় ম্যাচে ভারত 16 রানে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। টসে জিতে ইংল্যান্ড, ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌরের সঙ্গে টস করার সময় ঝুলনও ছিলেন। হরমনপ্রীত আবেগ তাড়িত হয়ে পড়েন। বোর্ডের পক্ষ থেকে ঝুলনের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়। 45 ওভার চার বলে ভারতের ইনিংস 169 রানে শেষ হয়ে যায়। দীপ্তি শর্মা 68 রানে অপরাজিত থাকেন। স্মৃতি মান্ধানা 50 রান করেছেন।জবাবে ইংল্যান্ডের ইনিংস 43 ওভার তিন বলে 153 রানে থেমে যায়। রেণুকা সিং চারটি, ঝুলন গোস্বামী ও রাজ্শ্বরী গাইকোয়াড় দুটি করে, দীপ্তি শর্মা একটি উইকেট নিয়েছেন।
সিরিজ 3-0-য় জিতে নিয়ে ঝুলন গোস্বামীর বিদায়ী ম্যাচটিকে স্মরণীয়
রবিবার,২৫/০৯/২০২২
472