বিধানসভায় বিরোধীদের আচরণের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানালেন মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী। বিধানসভায় বিশেষ অধিবেশনের শেষ দিনে অভিনব পাঞ্জাবী পড়ে বিধানসভায় আসেন ইদ্রিস বাবু। পাঞ্জাবিতে ইডি সিবিআই সহ বিভিন্ন বিষয় লেখা লাল কালিতে। বিজেপি নবান্ন অভিযানের দিন বিরোধী দলনেতার সেই বহু চর্চিত মন্তব্য উঠে এসেছে তার পাঞ্জাবিতে। ইদ্রিস আলী বলেন যেভাবে বিধানসভার ভিতরে বিরোধীরা আচরণ করে চলেছে তার প্রতিবাদ জানাতেই এই প্রতিবাদের পথ নিয়েছেন তিনি।
বিধায়ক ইদ্রিস আলীর পাঞ্জাবিতে ইডি সিবিআই
বৃহস্পতিবার,২২/০৯/২০২২
873