উত্তর শহরতলীর বাগুইআটিতে দুই ছাত্র খুনের ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে নিয়ে সিআইডি আজ বিকেলে ঘটনার পুনর্নির্মাণ করে। সিআইডি ও ফরেন্সিক বিশেষজ্ঞদের ১০ সদস্যের দল সত্যেন্দ্র চৌধুরীকে নিয়ে ন্যাজাট থানার অন্তর্গত শিরিষতলা ও হাড়োয়ার কুলটিতে যায়। উল্লেখ্য, খুন করার পর অতনু দের দেহ শিরিষতলায় ও অভিষেক নস্করের দেহ কুলটি পাম্প হাউসের পাশে মেছো ভেড়িতে ফেলে দেওয়া হয়েছিলো। কিভাবে ওই দুই ছাত্রকে খুন করে দেহ ভেড়িতে ফেলা হয়েছিল সত্যেন্দ্র তা পুলিশকে দেখায়।
বাগুইআটিতে দুই ছাত্র খুন, সিআইডি ঘটনার পুনর্নির্মাণ
বৃহস্পতিবার,১৫/০৯/২০২২
2329