গত তিন মাসে, ডিমের উৎপাদন বাড়িয়েছে


বৃহস্পতিবার,১৫/০৯/২০২২
619

রাজ্য সরকারের অধীনস্থ, প্রানীসম্পদ বিকাশ নিগম, গত তিন মাসে, ডিমের উৎপাদন বাড়িয়েছে। নিগমেরম্যানেজিং ডিরেক্টর ডক্টর গৌরীশংকর কোনার আজ এখবর জানিয়ে বলেন, সংস্থার কল্যাণী ফার্মে গত এপ্রিল মাসে যেখানে ডিমের দৈনিক উৎপাদনছিল দু লক্ষ, আগস্ট মাসে তা বেড়ে হয়েছে তিনলক্ষ দশ হাজার। ডক্টর কোনার জানান, হরিণঘাটা ব্র্যান্ডের উৎপাদিত এইসব ডিম সংস্থার ৬৫০টি আউটলেট থেকে ৪ টাকা ৩০পয়সা দরে বিক্রি করা হচ্ছে। রাজ্য সরকার পরিচালিত মা ক্যান্টিনের জন্য দৈনিক ৩০থেকে ৩৫ হাজার ডিম সরবরাহ করা হয় বলে জানা গেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট