রাজ্য সরকারের বিভিন্ন পর্যটন কেন্দ্রে বাস পরিষেবা চালু


শুক্রবার,০৯/০৯/২০২২
14769

সপ্তাহ শেষে রাজ্যের বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলিতে বেড়াতে যাওয়ার সুবিধা করতে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম WBTC কলকাতা ,বসিরহাট, বারাসাত, ক্যানিং ঘটকপুকুর, ভাঙ্গর থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রে বাস পরিষেবা চালু করছে। আগামী ১৬ই সেপ্টেম্বর থেকে এই পরিষেবা চালু হচ্ছে বলে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে একথা জানান। তিনি বলেন, কলকাতা থেকে বকখালি,মায়াপুর, ফুরফুরা শরীফ, তারাপীঠ, ব্যান্ডেল চার্চ, চন্দ্রকোনা, গুরুদুয়ারা পর্যন্ত বিভিন্ন স্থানের জন্য সপ্তাহে শনি ও রবিবার, অন্যান্য সরকারি ছুটির দিন এবং বসিরহাট – ফুরফুরা শরীফ, বারাসাত – ফুরফুরা শরীফ, ক্যানিং – ফুরফুরা শরীফ, ঘটকপুকুর – ফুরফুরা শরীফ , ভাঙ্গর – ফুরফুরা শরীফ প্রতি শুক্র ও রবিবার করে যাতায়াত করবে। পাশাপাশি মিলেনিয়াম পার্ক – দক্ষিণেশ্বর, হাওড়া – শিবপুর, ভেসেলের মাধ্যমে বিশেষ প্যাকেজ আগামী সার্ভিস হবে। পরিবহন মন্ত্রী বলেন, রাজ্যে পরিবহনে আমূল সংস্কার করা হবে।

পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের গাইড সহকারে বেড়ানো সহ ভ্রমণ বিশেষ আকর্ষণীয় করে তুলতে রাজ্য পর্যটন দপ্তরের সঙ্গে আলোচনা চলছে। এগুলির পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদে ‘ সবুজের হাথছানি’ শীর্ষক প্যাকেজ করে তোলা হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট