কয়লা পাচারকার্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দু অধিকারীর মোবাইলে কথোপকথন হয়েছে। এমনই দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেছিলেন যদি মিথ্যে কথা বলে থাকি আমার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী মানহানির মামলা করুক। পরের দিন শুভেন্দু অধিকারী এক জনসভায় নিজের মোবাইল দেখিয়ে বলেন তার ফোনে কোন কথা হয়নি। তার কন্ঠস্বর নকল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন যদি শুভেন্দু অধিকারীর সাহস থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করুন। সেই সাহস শুভেন্দু অধিকারীর নেই।
কয়লা পাচারকার্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দু অধিকারীর কথোপকথন
রবিবার,০৪/০৯/২০২২
550