এসএসসি দুর্নীতি মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ইডি আধিকারিকরা। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও গেলেন তদন্তকারীরা। রাজ্যজুড়ে একসঙ্গে ১৩টি জায়গায় ম্যারাথন তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। প্রায় ৮০-৯০ জন ইডি অফিসার রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে পড়লেন তল্লাশির কাজে। শান্তিপ্রসাদ সিনহা-সহ উপদেষ্টা কমিটির সদস্যদের বাড়িতেও পৌঁছেছে তাঁদের দল এমনটা সূত্রের খবর। জেনে রাখা দরকার এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই। তবে তারা মূলত বিষয়টির ফৌজদারি দিকটি খতিয়ে দেখছে। সোজা করে বললে কী ভাবে দুর্নীতি হয়েছিল সেটা খুঁজে বের করাই মূল লক্ষ্য সিবিআইয়ের। অন্য দিকে ইডি আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে চায়। সেই জন্য দুটি এফআইআরও রুজু করেছে তারা। সূত্রের খবর, এ ব্যাপারে একাধিক আবেদনকারী ও সাক্ষীর বয়ানও রেকর্ড হয়েছে। সেখান থেকেই ইডি-র তদন্তকারীদের ধারণা, কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এই মামলায়। কিন্তু এই বিপুল অঙ্কের অর্থ কোথা থেকে এল? কোথায় গেল? কারা লাভের গুড় খেলেন? ঘটনায় প্রভাবশালী-যোগের তত্ত্বের সত্যতা কতখানি, এসবই খতিয়ে দেখছে ইডি। আর্থিক তছরুপ মামলায় বিষয়টির তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত কয়েক দিনে এ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও সংগ্রহ করে তারা। তবে রাজ্যজুড়ে এসএসসি দুর্নীতি নিয়ে তাদের তল্লাশি এই প্রথমবার এমনটা জানা গেছে।
এই বিপুল অঙ্কের অর্থ কোথা থেকে এল ?
শনিবার,২৩/০৭/২০২২
613