সরকারি ও বেসরকারি বাসে মহিলা যাত্রীদের ভ্রমণ বা যাতায়াত নিরাপদ রাখতে ‘সিসিটিভি ক্যামেরা’ এবং ‘প্যানিক বাটন’ বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । ‘নির্ভয়া কর্মসূচির’ অঙ্গ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। পরিবহন ভবনে গতকাল দপ্তরের আধিকারিক এবং উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর আগেই এই প্রকল্পের কাজ শুরু হবে। জরুরী দরকারে মহিলা যাত্রীরা যাতে বোতাম টিপে পুলিশ এবং পরিবহন দপ্তরের কন্ট্রোলরুমের সঙ্গে যোগাযোগ করতে পারে। এই প্যানিক বোতামগুলি আসনের সঙ্গে বসানো হবে। সেই সঙ্গে সিসিটিভির সাহায্যে বাসের ভিতরের ভিডিও ফুটেজ কন্ট্রোলরুমে পৌঁছে যাবে। এর সাহায্যে পুলিশ এবং পরিবহন দপ্তরের কন্ট্রোলরুমের নিকট থানা বা পুলিশের টহল ধারী ভ্যান এর সঙ্গে চটজলদি যোগাযোগ করতে পারবে।
মহিলা যাত্রীদের ভ্রমণ বা যাতায়াত নিরাপদ রাখতে ‘সিসিটিভি ক্যামেরা’
শুক্রবার,২২/০৭/২০২২
525