কোভিড ১৯ সংক্রমণ বৃদ্ধির মধ্যেই ডানলপে কলেরা আক্রান্তের হদিশ মিলল। কলেরায় আক্রান্ত ৬২ বছরের ব্যক্তি ডানলপের বাসিন্দা। সঠিক সময়ে রোগ চিহ্নিত না হলে, প্রাণঘাতী হতে পারত এমনটা বলছেন চিকিত্সক মহল।জেনে রাখা দরকার গত বছর উত্তর ২৪ পরগনার কামারহাটি অঞ্চলে কলেরার সংক্রমণ ছড়িয়েছিল। কলেরাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অনেককেই। এবার কলেরা আক্রান্তর হদিশ মিলল ডানলপে। সঙ্গে ধরা পড়ল অন্য একটি বিরল ব্যাকটেরিয়ার সংক্রমণও।বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কলেরা আক্রান্ত ৬২ বছরের এক ব্যক্তি। তিনিও কামারহাটির কাছে, ডানলপের বাসিন্দা। ৩ জুলাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এমনটা হাসপাতাল সূত্রে খবর।এককথায় কলকাতায় জোড়া রোগের ফলা।
কলকাতায় কলেরা আক্রান্তের হদিশ
সোমবার,১১/০৭/২০২২
782