প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা সামলে আবারও অমরনাথ যাত্রা শুরু হলো। সোমবার সকালে নুনওয়ান পহেলগাঁও এলাকা থেকে শুরু হল তীর্থযাত্রা। জম্মুর মূল শিবির (বেস ক্যাম্প) থেকেও তীর্থযাত্রীদের একটি দল রওনা দিয়েছে বলে সূত্রের খবর।জেনে রাখা দরকার গত শুক্রবার মেঘ ভাঙা বৃষ্টির জেরে বড়সড় বিপর্যয় ঘটে অমরনাথ যাত্রায়। মৃত্যু হয়েছে ১৬ জনের। এখনও অন্তত ৪০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থল থেকে ১৫ হাজার তীর্থযাত্রীকে সরানো হয়েছে। প্রবল বৃষ্টিপাতের জন্যই শুক্রবার অমরনাথ যাওয়ার পথে বিপর্যয় ঘটেছে বলে মনে করছে আবহাওয়া দফতর। অমরনাথ গুহার পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টির পরে নিকটবর্তী শিবির ভাসিয়ে হড়পা বান আছড়ে পড়ে বালতালের বেস ক্যাম্পে। মেঘভাঙা বৃষ্টির ফলেই ওই ঘটনা ঘটেছে বলে প্রথমে জানিয়েছিলেন আবহাওয়া বিশেষজ্ঞেরা। পরে অবশ্য জম্মু ও কাশ্মীর আবহাওয়া দফতরের সোনম লোটাস জানান, সম্ভবত খুব ছোট এলাকায় প্রবল বৃষ্টির ফলেই এমন বিপর্যয় ঘটেছে।
ফের শুরু অমরনাথ যাত্রা
সোমবার,১১/০৭/২০২২
293