জুন মাসের পরে জুলাইতেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি অব্যাহত। এমত অবস্থায় বৃষ্টির ঘাটতি মোকাবিলা করে চাষাবাদ অব্যাহত রাখতে কৃষি দফতর কৃষকদের জন্য সাত দফার সুপারিশ করেছে। কম জল ব্যবহার করে কিভাবে ফলন অব্যাহত রাখা যায় মূলত সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে।কম জল ব্যবহার করে ধানও পাট চাষ করার পদ্ধতি সম্পর্কে কৃষি দফতরের সহায়কদের পরামর্শ নিতেও বলা হয়েছে।বৃষ্টি না হলে রোপণের আগে মূল জমিতে একটি সেচ দিতে বলা হয়েছে। জমিতে কিছুটা জল থাকা অবস্থায় সুস্থ সবল চারা প্রতি গুছিতে ১টি বা ২টি করে রোপণ করতে বলা হয়েছে।বৃষ্টির জল ধরে রাখতে জমির চারিদিকে আল মজবুত করতে বলা হয়েছে।প্রথাগত কাদা চাষের মতো জল জমিয়ে রাখার দরকার নেই বলে জানানো হয়েছে।
জুলাইতেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি অব্যাহত
শনিবার,০৯/০৭/২০২২
2765