ষোড়শ উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারী হচ্ছে। চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। আগামী ৬ই আগষ্ট উপরাষ্ট্রপতি পদে নির্বাচন।উল্লেখ্য, সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত ইলেক্টোরাল কলেজের ভোটদানের মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচন করা হয়। ষোড়শ উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেক্টোরাল কলেজে রাজ্যসভার ২শো৩৩ জন নির্বাচিত সদস্য এবং ১২ জন মনোনীত সদস্য রয়েছেন। লোকসভার আছেন ৫শো৪৩ জন নির্বাচিত সদস্য। ইলেক্টোরাল কলেজে মোট সদস্য সংখ্যা ৭শো৮৮।উপরাষ্ট্রপতি পদে এম ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ আগামী ১০ই আগষ্ট শেষ হচ্ছে।
উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারী
মঙ্গলবার,০৫/০৭/২০২২
263