হিমাচল প্রদেশের কুল্লু জেলার নিওলি-শানশের রোডের সাইঞ্জ উপত্যকার জংলা এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় এখনো পর্যন্ত ১১জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।কুল্লুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে আটটা নাগাদ জংলা গ্রামের কাছে বেসরকারি বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছয়।আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জংলা এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনা
সোমবার,০৪/০৭/২০২২
259